Cvoice24.com

চট্টগ্রামে জশনে জুলুছ : সোমবার যেসব সড়কে নিয়ন্ত্রণ হবে যান চলাচল

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৫, ১৪ সেপ্টেম্বর ২০২৪
চট্টগ্রামে জশনে জুলুছ : সোমবার যেসব সড়কে নিয়ন্ত্রণ হবে যান চলাচল

ফাইল ছবি : চট্টগ্রামে ঐতিহাসিক জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.)।

চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঐতিহ্যবাহী ‘জশনে জুলুছ' এর জন্য সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ থাকবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ জানিয়েছে, সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত যেসব সড়ক দিয়ে ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রা যাবে, সেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিবছরের মত এবারও নগরের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে জশনে জুলুছ বের হবে।এটি আনজুমান-এ-রহমানিয়া-আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ৫২তম আয়োজন। চট্টগ্রাম নগর ছাড়াও বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানরা এ শোভাযাত্রায় অংশ নেন।

এদিকে, সিএমপি’র ট্রাফিক বিভাগ থেকে এক নির্দেশনায় জানানো হয়েছে— জুলুছ চলাকালে পাঁচলাইশ থানার জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার মাঠ থেকে বিবিরহাট হয়ে মুরাদপুর, মুরাদপুর ট্রাফিক পুলিশ বক্স থেকে ডান দিকে মোড় নিয়ে ষোলশহর ২ নম্বর গেট, ষোলশহর ২ নম্বর গেট এলাকা থেকে জিইসি মোড়, লর্ডস ইন হোটেল থেকে ২ নম্বর গেট এলাকায় সড়ক বন্ধ রেখে সকল প্রকার যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

এছাড়া বিবিরহাট, মুরাদপুর, পাঁচলাইশ, হামজারবাগ, শোলকবহর, মির্জারপুল রোডের মুখ, বায়েজিদ বোস্তামী রোডের মুখ (শেরশাহ মোড়), বেবি সুপার মার্কেট, প্রবর্তক মোড়ের মুখ, জাকির হোসেন রোডের মুখ, গোলপাহাড় রোডের মুখ ও পুনাক মোড়ে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন করা হবে। এসব সড়কে ওই সময়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: