বহদ্দারহাটে সবজির দাম বাড়ে ঘষামাজায়
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম নগরের বহদ্দারহাট কাঁচাবাজারে অভিযান চালিয়ে কয়েকজন সবজি দোকানিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ অভিযান চালানো হয়। অভিযানে ক্রয় রশিদ ঘষামাজা করে ইচ্ছেমতো দাম লেখার প্রমাণ পেয়েছে সংস্থাটি। ছিল মূল্যতালিকা না টাঙানোর মতো নিত্যকার অভিযোগও। এসব অপরাধে আদায় করা হয়েছে ১৬ হাজার টাকা জরিমানা।
মূল্য তালিকা প্রদর্শন না করায় সবজি দোকানি নাজেমকে ৫ হাজার টাকা এবং মামুনুর রশীদ নামের সবজি দোকানিকে ৫ হাজার টাকা এবং ভাউচার কারচুপির মাধ্যমে ক্রয়মূল্য বেশি দেখিয়ে মূল্য বৃদ্ধি করে কাঁচামরিচসহ বিভিন্ন ধরনের দ্রব্যাদি বিক্রয় করার দায়ে ওয়াহেদের সবজির দোকানকে ৬ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।