Cvoice24.com

চাদাঁবাজির মিথ্যা অভিযোগের প্রতিবাদ সীতাকুণ্ড পৌর বাজার কমিটির

সীতাকুণ্ড প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৬, ১৫ সেপ্টেম্বর ২০২৪
চাদাঁবাজির মিথ্যা অভিযোগের প্রতিবাদ সীতাকুণ্ড পৌর বাজার কমিটির

চট্টগ্রামের সীতাকুণ্ডে চাদাঁবাজির মিথ্যা অভিযোগ আনার প্রতিবাদ জানিয়েছে পৌর সদর বাজার কমিটি। রবিবার সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত এক সংবাদ সম্মেলন ডেকে সংগঠনের পক্ষ থেকে এ প্রতিবাদ জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন বাজার কমিটির সভাপতি রেজাঊল করিম বাহার।

 লিখিত বক্তব্যে বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়, ইসমাইল হোসেন সেলিম নামের এক ব্যক্তি বাজার কমিটির সাধারণ সম্পাদক বেলাল হোসেনের নামে সীতাকুণ্ড ও মিরসরাইয়ের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তার বরাবরে ১০ লাখ টাকা চাদাঁ দাবির একটি অভিযোগ দায়ের করেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রকৃত পক্ষে সেলিম নামের এই ব্যক্তি কিছুদিন পূর্বে রাতের আধাঁরে তার মার্কেটের দোতলার ছাদ বর্ধিত করে ব্যবসায়ী সমিতির মালিকানাধীন মার্কেটের কিছু অংশ অবৈধ দখল করে নেন। যা পরদিন ব্যবসায়ী নেতৃবৃন্দের নজরে আসলে তাৎক্ষণিক কাজ বন্ধ করে দিয়ে তাকে বৈঠকে বসে বিষয়টি সুরাহার তাগাদা দেওয়া হয়। কিন্তু সেলিম কিছুদিন কাজ বন্ধ রাখলেও বৈঠকের বিষয়ে তাদের আহবানে সাড়া দেননি। কয়েকদিন পর গত ৩ সেপ্টেম্বর রাতের আধাঁরে আবারো ব্যবসায়ীদের মার্কেটের কিছু অংশ দখলে নিয়ে তাতে শৌচাগারের পাইপ স্থাপন করেন সেলিম। পরদিন বিষয়টি নিয়ে বাজার কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ক্ষুব্ধ ব্যবসায়ীরা অবৈধভাবে স্থাপনকারী পাইপের কিছু অংশ তাৎক্ষণিক ভেঙ্গে ফেলেন। এছাড়াও শৌচাগারের ময়লা পানি পাইপের মাধ্যমে লাল দীঘিতে ফেলার নিন্দা জানান। অথচ মূল ঘটনা আড়ালের জন্য সেলিম বাজার কমিটির সাধারণ সম্পাদকের নামে ১০ লাখ টাকা চাদাঁ দাবির মিথ্যা অভিযোগ আনেন। সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাজার কমিটির উপদেষ্টা ইন্জিনিয়ার আজিজুল হক ও একেএম মছিউদ্দৌলা, বাজার কমিটির সদস্য ও পৌর বিএনপির সদস্য সচিব ছালেহ আহমদ, বাজার কমিটির সদস্য ও জামায়াতে ইসলামির মিডিয়া বিভাগের দায়িত্বশীল মো. আবুল হোসেন, বাজার কমিটির সদস্য ও পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফছিউল আলম, সমাজ সেবক গিয়াস উদ্দিন, বাজার কমিটির সদস্য ও জামায়াত নেতা হারুনুর রশিদ (বিকিকিনি) , কামাল উদ্দিন ও অন্যান্য ব্যবসায়ীরা। নেতৃবৃন্দ।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: