Cvoice24.com

চট্টগ্রাম সিটি করপোরেশন
ডা. শাহাদাতই মেয়র, গেজেট প্রস্তুত

মিনহাজ মুহী, সিভয়েস২৪

প্রকাশিত: ২২:০৫, ৮ অক্টোবর ২০২৪
ডা. শাহাদাতই মেয়র, গেজেট প্রস্তুত

নির্বাচনের সাড়ে তিন বছর পর চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (৮ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশাসন শাখা থেকে স্বাক্ষর হয়ে গেজেটটি প্রকাশের অপেক্ষায় রয়েছে। আজ (মঙ্গলবার) রাতে কিংবা আগামীকাল সকালে গেজেট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এরপর শিগগির শপথ নিয়ে মেয়র পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন বিএনপি নেতা ডা. শাহাদাত।

এর আগে ১ অক্টোবর ডা. শাহাদাত হোসেনকে বিজয়ী ঘোষণা করে ১০ দিনের মধ্যে এ বিষয়ে গেজেট প্রকাশের নির্দেশ দেন চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ খাইরুল আমীনের আদালত। 

এদিকে, ডা. শাহাদাতকে মেয়র করে গেজেট প্রকাশের খবরে চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গায় বিএনপি নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেন। এসময় তাঁরা নানা স্লোগান দিয়ে শাহাদাত হোসেনকে মেয়র হিসেবে স্বাগত জানান।

ডা. শাহাদাতকে মেয়র করে গেজেট প্রকাশের খবরে নেতাকর্মীদের আনন্দ মিছিল। নতুন ব্রিজ এলাকায়...

২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনভর গোলাগোলি, সংঘর্ষ, হামলার ঘটনার মধ্যে ভোটগ্রহণ শেষে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার। এ সময় নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে ফলাফল বাতিল ও পুনরায় নির্বাচনের দাবি করেছিলেন বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন। পরে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালে ওই নির্বাচনে কারচুপির অভিযোগে ৯ জনকে বিবাদী করে মামলা করেন মেয়র প্রার্থী ও নগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন।

এদিকে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর মেয়র রেজাউল করিম চৌধুরীকে অপসারণ করে ১৯ আগস্ট চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার।

সিভয়েস২৪/

সর্বশেষ

পাঠকপ্রিয়

: