Cvoice24.com

রিয়াজউদ্দিন বাজারে সিরাত মাহফিল
রাসুলুল্লাহ (সা.) আমাদের নেতা : শাহজাহান চৌধুরী

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১০:৫২, ৯ অক্টোবর ২০২৪
রাসুলুল্লাহ (সা.) আমাদের নেতা : শাহজাহান চৌধুরী

বাংলাদেশকে একটি ইনসাফের দেশে রূপান্তরিত করতে রাসুলুল্লাহ (সা.) এর রাষ্ট্র পরিচালনা নীতি থেকে প্রেরণা নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা ও সাবেক এমপি শাহাজাহান চৌধুরী।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজার তামাকুমন্ডি লেন দোকান কর্মচারী কল্যাণ ইউনিয়নের সিরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

শাহজাহান চৌধুরী বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) আমাদের নবী, রাসুল, নেতা ও আদর্শ। তাঁর আদর্শ অনুসরণের অঙ্গীকার আমাদের সকল মুমিনেরই আছে। কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে, অর্থনৈতিক কর্মকাণ্ডে, রাজনৈতিক তৎপরতায় অনেক সময় সেই অঙ্গীকার শিথিল হয়ে যায়। এই শিথিলতা দূর করে রাসুলুল্লাহ (সা.) এর আদর্শকে জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করতে হবে।’

রিয়াজউদ্দিন বাজার তামাকুমন্ডি লেন দোকান কর্মচারী কল্যাণ ইউনিয়নের সভাপতি শহিদুল হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি সেলিম রেজা ও মুহাম্মদ বেলালের যৌথ সঞ্চালনায় মাহফিলে প্রধান আলোচক ছিলেন হযরত মাওলানা ড. আবুল কালাম আযাদ বাশার। বিশেষ আলোচক ছিলেন হযরত মাওলানা হারুনর রশিদ।

মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মকবুল আহমদ ভূঁইয়া,কোতোয়ালী থানার সভাপতি মুহাম্মদ হামিদুল ইসলাম, কোতোয়ালী থানার উপদেষ্টা মোস্তাক আহমদ, মাঈন উদ্দিন, তামাকুমন্ডি লেন বণিক সমিতির সভাপতি সরওয়ার কামাল, উপদেষ্টা জামাল উদ্দিন, ব্যবসায়ী আব্দুস শুক্কুর প্রমুখ। 

মাহফিলে কুরআন তিলাওয়াত করেন মাওলানা শাহাদাত হোসেন ও হাফেজ এহসানুল হক। ইসলামী সংগীত পরিবেশন করে পারাবার শিল্পীগোষ্ঠী।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: