পটিয়ায় সামশুল মোতাহের শারুন মহব্বত বাবুলসহ ১৩৮ জনের বিরুদ্ধে মামলা
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগের সাবেক এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে প্রধান আসামি এবং সাবেক হুইপ সামশুল হক চৌধুরী, হুইপপুত্র শারুন, হুইপের ছোটভাই মহব্বত, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র, ১৫ সাবেক চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরসহ ১৩৮ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) উপজেলার কচুয়াই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তালুকদার বাড়ির বকসুর ছেলে মো. বাবু বাদি হয়ে পটিয়া থানায় এ মামলাটি করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ‘মঙ্গলবার রাতে থানায় একটি বিস্ফোরক আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
মামলার আসামিরা হলেন সাবেক দুই সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী ও সামশুল হক চৌধুরী, তার ছোটভাই মোহাম্মদ ফৌজলুল হক চৌধুরী প্রকাশ মহব্বত, হুইপপুত্র নাজমুল করিম চৌধুরী শারুন, সাবেক উপজেলা চেয়ারম্যান দিদারুল আলম, সাবেক পৌর মেয়র আইয়ুব বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, কোলাগাঁও ইউপি সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুরী, হাবিলাসদ্বীপ ইউপি সাবেক চেয়ারম্যান ফৌজুল কবির কুমার, কুসুমপুরা ইউপি সাবেক চেয়ারম্যান জাকারিয়া ডালিম, জিরি ইউপি সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু, আশিয়া ইউপি সাবেক চেয়ারম্যান এম এ হাশেম, জঙ্গল খাইন ইউপি সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ, বড়লিয়া ইউপি সাবেক চেয়ারম্যান শাহিনুল ইসলাম শানু, কেলিশহর ইউপি সাবেক চেয়ারম্যান সরোজ কান্তি সেন নান্টু, ধলঘাট ইউপি সাবেক চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুন, হাইদগাঁও ইউপি সাবেক চেয়ারম্যান বদরুউদ্দিন মো. জসিম প্রকাশ বিএম জসিম, দক্ষিণ ভূর্ষি ইউপি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, ভাটিখাইন ইউপি সাবেক চেয়ারম্যান মো৷ বখতিয়ার উদ্দিন, কচুয়াই ইউপি সাবেক চেয়ারম্যান ইনজামুল হক জসিম, খরনা ইউপি সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, শোভনদন্ডী ইউপি সাবেক চেয়ারম্যান মো. এহসানুল হক, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দ, সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, সাবেক পৌর কাউন্সিলর প্রকৌশলী রুপক কুমার সেন, গোফরান রানা, গিয়াস উদ্দিন আজাদ, জসিম উদ্দিন, শফিউল আলম, শেখ সাইফুল ইসলাম, সরওয়ার কামাল রাজিব, আ. লীগ নেতা লিটন বড়ুয়া, ডি এম জমির উদ্দিন, মোজান্মেল হক লিটন প্রমুখ।
মামলার বাদী মো. বাবু এজাহারে উল্লেখ করেছেন, গত ৫ অক্টোবর সকাল ১০টার দিকে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের কুরাঙিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় আসামিরা বাদীর ওপর বেআইনি জনতাবদ্ধ হয়ে পথরোধ করে। এ সময় হত্যার উদ্দেশ্যে মারধর করে জখম করে এবং অণ্ডকোষ চেপে ধরে। এলাকায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গের জন্য উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে অপমান ও প্রাণনাশের হুমকি দেয়। আসামিরা নগদ ৫ হাজার ১শ টাকাও নিয়ে যায়।