পূজামণ্ডপের অনুষ্ঠানে ‘ইসলামী সংগীত’ : গ্রেপ্তার ২
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম নগরের জে এম সেন হল পূজামণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ‘ইসলামী সংগীত’ গাওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে ঘটনার পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের পরিচয়ের বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানায়নি পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ শুক্রবার সকালে বলেন, ‘ জে এম সেন হল পূজামণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ইসলামী সংগীত পরিবেশনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।'
এ বিষয়ে বিস্তারিত আজ (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় দামপাড়া পুলিশ লাইনে নগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে তিনি জানিয়েছেন।