রাসমনী ঘাটের অদূরে বাস কাউন্টার লাইনম্যানের হাতবাঁধা মরদেহ
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে রাস্তার পাশে হাতবাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ অক্টোবর) ভোরে রাসমনী ঘাটের উত্তরে সাগরপাড় লিংক রোডের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহটি নগরের দামপাড়ার সেজুতি বাসকাউন্টারের লাইনম্যান হাসান তারেকের (৩৮)। তিনি নগরের চকবাজারের চন্দনপুরা এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) আখতারুজ্জামান সোহাগ সিভয়েস২৪’কে বলেন, ‘আজ ভোরে স্থানীয় লোকজন হাত বাঁধা অবস্থায় লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরিচয় শনাক্ত করে জানতে পারি তিনি একটি বাস কাউন্টারের লাইনম্যান হিসেবে কাজ করেন। তার পরিবার জানায় তিনি গতরাতে বাসায় ফেরেননি। শরীরে আঘাতেরও চিহ্ন রয়েছে। আমরা ধারণা করছি, কেউ তাকে হত্যা করে মরদেহ এখানে ফেলে গেছে।’
তিনি জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।