বায়েজিদে আধিপত্য বিস্তারের জেরে আহত যুবকের মৃত্যু
সিভয়েস২৪ প্রতিবেদক
নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত এক যুবকের মৃত্যু হয়েছে। মোহাম্মদ ইমন (২৮) নামে ওই যুবক শনিবার (১২ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
এর আগে শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১২ টার দিকে বায়েজিদের শান্তিনগর কলোনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বার্মা কলোনির সবুজ ও সাবেক আওয়ামী লীগের ইলিয়াছ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হন তিনি।
পুলিশ জানায়, ইমন নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন কলোনির মজিবুর রহমানের ছেলে। তার কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান সিভয়েস২৪-কে বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সবুজ গ্রুপ ও ঝানটু ইলিয়াস গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে ইমন নামের এক যুবক আহত হয়ে চমেকে ভর্তি হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যায়।’
তিনি আরও বলেন, ‘লাশ এখনো মর্গে আছে। ইমনের দাফনের কাজ শেষে পরিবারের লোকজন এলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’