Cvoice24.com

লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় আহত হাতি

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৪, ১৪ অক্টোবর ২০২৪
লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় আহত হাতি

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইনে ট্রেনের ধাক্কায় আহত হয়েছে এক বন্যহাতি। 

বরিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চুনতি অভয়ারণ্যে অফিস সংলগ্ন ওভারপাসের উত্তরে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, ঢাকামুখী কক্সবাজার স্পেশাল ট্রেনটি হুইলসেল দিয়ে চুনতি বন্যহাতি চলাচলের জন্য নির্মিত ওভারপাস অতিক্রম করছিল। এ সময় একটি বন্যহাতির পাল ওভারপাসের উত্তর পাশে রেললাইন পার হওয়ার পথে ট্রেনটির কম গতি কমিয়ে দেয়। গতি কম থাকায় হাতি সব পার হতে পারলেও রেললাইনে থেকে যায় একটি হাতি। ওই হাতিটি ট্রেনের সাথে ধাক্কা খেয়ে আহত হয়।

বিষয়টি নিশ্চিত করে চুনতি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল গিয়ে আহতের ডুলহাজারা সাফারি পার্কের চিকিৎসকদের অবহিত করা হয়েছে। তাদের একটি টিম এসে আহত হাতিকে চিকিৎসা দেবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: