চট্টগ্রাম কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বিপ্লব-পরবর্তী বিভিন্ন স্থানে চাঁদাবাজির প্রতিবাদ
সিভয়েস২৪ ডেস্ক
জুলাই আন্দোলনে ছাত্র ও গণহত্যার প্রতিবাদে এবং বিপ্লব পরবর্তী চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম কলেজ ছাত্রদল। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে চকবাজার মোড়ে গিয়ে শেষ হয়।
চকবাজার মোড়ে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারুক সাগর। গণহত্যার বিচারের দাবিতে দেশের জনগণ ঐক্যবদ্ধ জানিয়ে তিনি বলেন, ‘ছাত্র জনতার রক্ত গঙ্গার মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। নগরের মুরাদপুরে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের হাতে প্রাণ দিয়েছেন চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। এখনো খুনি সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়নি। জুলাই বিপ্লবে নির্বিচারে ছাত্র ও গণহত্যার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।‘
এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা রিদয়, শাহাবউদ্দিন, জায়েদ, মুজাহিদ, সালমান, মেহেদী, আরবি প্রমুখ।