চসিক মেয়রকে বরণের অপেক্ষায় নেতাকর্মীরা
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন শপথ নিয়ে ঢাকা থেকে ফিরছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১২টায় সোনার বাংলা ট্রেনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছবেন তিনি। সেখানে তাকে বরণ করে নিতে অপেক্ষা করছেন বিএনপির নেতাকর্মীরা।
সকাল ১১টা থেকে কয়েকটি দলে ভাগ হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা একত্রিত হয়েছেন চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশনের সামনে।
পুরাতন রেলওয়ে স্টেশনে তৈরি অস্থায়ী মঞ্চে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত হয়ে বক্তব্য রাখছেন।
নগর যুবদল নেতা মোহাম্মদ সুমন সিভয়েস২৪’কে বলেন, তিনি আমাদের দলের ত্যাগী নেতা। তিনি দলের জন্য যেভাবে কাজ করেছেন ওভাবে চসিকের জন্য কাজ করবেন। নগরবাসীর সমস্যাগুলো নিয়ে কাজ করবেন। জলাবদ্ধতা নিরসনে অগ্রণী ভূমিকা রাখবেন।
নগর সাবেক সদস্য সচিব আবুল হাসান বক্কর সিভয়েস২৪’কে বলেন, রাজনৈতিক দলের নেতাসহয়ে আগেও চট্টগ্রাম নগরের অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। এখন তিনি চসিক মেয়র হয়ে পুরো নগরের অভিভাবক। তাঁর জন্য আমাদের সব ধরনের সহযোগিতা থাকবে। আমরা তাঁর পাশ আছি।