Cvoice24.com

হালিশহরে ছাত্র হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১২:২১, ৫ নভেম্বর ২০২৪
হালিশহরে ছাত্র হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের মধ্যম হালিশহর এলাকা থেকে পেয়ার আহমেদ নামে ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭ সদস্যরা। সোমবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পেয়ার আহমেদ (৬০) ফেনী জেলার ছাগনয়াইয়া থানার মটুয়া গ্রামের মেরাজুল হকের ছেলে।

র‍্যাব জানায়, গত ৪ আগস্ট ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাগলনাইয়া আবদুল হক চৌধুরী ডিগ্রী কলেজের অনার্স পড়ুয়া মাহবুবুল হাসান মাসুম (২৫) অংশ নেন। সেসময় আসামিরা হকি স্টিক, কিরিচ, দা ও লাঠিসোঁঠা দিয়ে পিটিয়ে অনেক ছাত্রকে নিহত করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। 

র‍্যাব আরও জানায়, এ সময় মাহবুবুল হাসান মাসুমের মাথা, বুক ও পিঠে গুলি করলে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় তার ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান বাদি হয়ে ফেনী জেলার ফেনী মডেল থানায় ১৬২ জনের নাম উল্লেখসহ আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। 

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম জানান, মামলা হওয়ার পর থেকে পেয়ার আহমেদ গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: