শপথ নিয়ে ফিরলেন মেয়র শাহাদাত
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র হিসেবে চট্টগ্রামে ফিরেছেন ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার বেলা ১২টা ১২ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা ট্রেনযোগে চট্টগ্রাম রেলস্টেশনে এসে পৌঁছলে স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে স্লোগানে বরণ করে নেন।
জনতার উদ্দেশ্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমি ৭০ লাখ মানুষের নগরপিতা হিসেবে নয়, নগরসেবক হিসেবে আপনাদের কাছে থাকতে চাই। এই ৭০ লাখ মানুষের মধ্যে সকল ধর্মের, বর্ণের, ভাষার নাগরিক এই চট্টগ্রাম শহরে আছে। আমি ইনশাআল্লাহ তাদের পাশে থেকে সেবক হিসেবে কাজ করে যতে চাই। আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।’
তিনি আরো বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। এই শহরটা শুধু আমার একার শহর নয়। এই শহর আমাদের সবার। আসুন, আমরা সবাই মিলে একযোগে একটি সুন্দর শহর গড়ে তুলি। এ শহর হবে ক্লিন সিটি, গ্রিন সিটি ও হেলদি সিটি। আমাকে একটু সময় দিন। ইনশাআল্লাহ, অক্ষরে অক্ষরে পালন করবো। আপনারা সবসময় আমার হৃদয়ের গভীরে আছেন।’