মহিউদ্দিন চৌধুরী এলিভেডেট এক্সপ্রেসওয়েতে উঠে ডাকাতির চেষ্টা
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে অস্ত্রসহ ৮ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের প্রাপ্ত তথ্যমতে, তারা সকলেই ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল।
সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরের বন্দর থানার গোসাইলডাঙা সাবের প্লাজা সংলগ্ন এক্সপ্রেসওয়ের অংশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, তারা ব্যাটারিচালিত রিকশায় করে এক্সপ্রেসওয়েতে চলাচলকারী যানবাহনের গতিরোধ করে ডাকাতি করে। তারা মূলত একটি চক্র হিসেবেই কাজ করে। জিজ্ঞাসাবাদে তারা ডাকাতি করতে জড়ো হওয়ার কথা স্বীকার করেছে।
নগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ জানিয়েছেন, তাদের কাছ থেকে দুইটি স্টিলের টিপছোরা, লোহার এঙ্গেল এবং দুইটি নম্বরবিহীন বিভাটেক ব্যাটারিচালিত রিকশা উদ্ধার করা হয়েছে। তাদের সবাইকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।