Cvoice24.com

চন্দনাইশে চলন্ত অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণ

চন্দনাইশ প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৮, ৯ নভেম্বর ২০২৪
চন্দনাইশে চলন্ত অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণ

চট্টগ্রামের চন্দনাইশে চলন্ত সিএনজি অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অটোরিকশাটি আগুনে পুড়ে গেছে। তবে এতে চালক কিংবা কোনো যাত্রী দগ্ধ হয়েছেন কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  

শনিবার (৯ নভেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দক্ষিণ কাঞ্চননগর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সবুজ নামে এক গাড়িচালক বলেন, ‘হঠাৎ করে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ওই সিএনজিতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। পরে ফায়ার সার্ভিস ও চন্দনাইশ থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসে।’ 

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’ 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: