চিন্ময়কাণ্ডে আদালত চত্বরে পুলিশি কাজে বাধা, গ্রেপ্তার আরও ২
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম নগরের আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে নেওয়ার সময় পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে বাকলিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন।
গ্রেপ্তার দুজন হলেন— বাবলা ধর (৪২) ও সজল শীল (৪০)। এদের মধ্যে বাবলা বাঁশখালী এবং সজল পটিয়া উপজেলার বাসিন্দা। তারা দুজনেই বাকলিয়ায় কালামিয়া বাজার এলাকার বাসিন্দা।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, গত ২৬ নভেম্বর চিন্ময় দাসকে আদালতে নেওয়ার সময় তারা পুলিশের গাড়ির সামনে শুয়ে এবং নানাভাবে পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। ছবি দেখে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশি কাজে বাধা প্রদান সংক্রান্ত নগরের কোতোয়ালী থানায় দায়ের হওয়া একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।