Cvoice24.com

কদমতলীতে ট্রেনের ইঞ্জিনে রেলওয়ে নিরাপত্তাকর্মীর হাত বিচ্ছিন্ন

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৬, ১ ডিসেম্বর ২০২৪
কদমতলীতে ট্রেনের ইঞ্জিনে রেলওয়ে নিরাপত্তাকর্মীর হাত বিচ্ছিন্ন

চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে আবু জাফর মুন্না  (৩৫) নামে এক রেলওয়ে নিরাপত্তাকর্মীর (আরএনবি সদস্য) হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। রবিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার পর বিজয় এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। 

রেলওয়ে নিরাপত্তাকর্মী আবু জাফর মুন্নার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়। 

আরএনবি সদস্য বিপুল জানান, সকাল ৯ টা ৪০মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বিচ্ছিন্ন হওয়া বাম হাত এবং আঙ্গুল বিশেষ ব্যবস্থায় হাসপাতালে নিয়ে যান।  

চিকিৎসকের বরাতে তিনি আরও জানান, আবু জাফর মুন্নার হাতের ৭০ শতাংশ ড্যামেজ হয়ে গেছে। উন্নত চিকিৎসার ব্যাপারে কথাবার্তা চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম। তিনি বলেন, ‘আজ সকালে দুর্ঘটনাটি ঘটেছে। তাকে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়

: