Cvoice24.com

বন্দরে ক্রেনের হুক ছিঁড়ে আহত ২

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৫, ১ ডিসেম্বর ২০২৪
বন্দরে ক্রেনের হুক ছিঁড়ে আহত ২

চট্টগ্রাম বন্দরে জাহাজের ক্রেনের হুক ছিঁড়ে কনটেইনার পড়ে আহত হয়েছেন দুই শ্রমিক।

রবিবার (১ ডিসেম্বর) বিকেল ৫টা ২৫ মিনিটে বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) ১১ নম্বর জেটিতে এ দুর্ঘটনা ঘটে। 

বন্দরে কর্মরত এক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বলেন, মায়েরস্ক ঢাকা নামে ওই জাহাজের ৩ নম্বর ক্রেনের হুকের রিং ছিঁড়ে একটি দুর্ঘটনা ঘটে। এতে এভারেস্ট পোর্ট সার্ভিস লিমিটেডের দুইজন ডক শ্রমিক গুরুতরভাবে আহত হন। আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে বন্দর শ্রমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। 

এ বিষয়ে জানতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, ‘দুর্ঘটনাবশত এ ঘটনা ঘটে। আহতদের দ্রুততার সাথে চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়

: