সন্দ্বীপের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ‘আলোকায়ন’
সিভয়েস২৪ ডেস্ক
এবারের এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সন্দ্বীপের ৩০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন 'আলোকায়ন'। শনিবার (৩০ নভেম্বর) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠন সভাপতি শরীফ শাহজাদা। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সায়েদ মাহমুদ এবং গীতা থেকে পাঠ করেন সৌরভ দাস।
সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. ফুয়াদ হাসান। আলোচক ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান তূর্য। সংগঠনের আগামীর কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন আলোকায়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহির আলম মান্না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ সুরাইয়া বেগম, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের উপপরিচালক মোহাম্মদ মোশাররফ হোসাইন, সীতাকুণ্ড তাহের-মনজুর কলেজের সাবেক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, ডেল্টা ইমিগ্রেশনের সিইও মোহাম্মদ আলমগীর ও সমাজকর্মী মহসিন কবির আপেল।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক আবু রায়হান তানিন ও ইকবাল ইবনে মালেক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত রহমান ও কাজী তাফহিমুল হক, মেডিকেল শিক্ষার্থী মুনির আব্দুল্লাহ রাফি, চাইল্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম শাকিল প্রমুখ।
কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মোমেয়া সুলতানা ও মাকছুদুর রহমান আমির। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন কৃতী শিক্ষার্থী প্রবাল রায় অনিক ও সুপ্ত সাহা। আলোকায়নের দপ্তর সম্পাদক মিলন দাস আধুনিক গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে আলোকায়নের কার্যনির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাব্বির মাহমুদ, সাকিব মাহমুদ, তৌহিদুল ইসলাম, সায়েদ মাহমুদ রবিন, সায়েদ মাহমুদ হৃদয়, মিলন দাস, আমির বাপ্পি, তানজিল আলম রিজভী, জুয়েল রহমান, তৌহিদুর রহমান, শাহেদ আলম জাছিম, তানিম হোসেন আহাদ, জিহাদুর রহমান সৈকত প্রমুখ। সবশেষে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।