Cvoice24.com

চিন্ময়কে হত্যা মামলায় আসামি না করলে টানা আন্দোলনের হুঁশিয়ারি

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৩, ৩ ডিসেম্বর ২০২৪
চিন্ময়কে হত্যা মামলায় আসামি না করলে টানা আন্দোলনের হুঁশিয়ারি

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানো না হলে আন্দোলন চলমান থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন একদল আইনজীবী। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন একদল আইনজীবী। বিক্ষোভ সমাবেশে এমন হুঁশিয়ারি দেন তারা।

আইনজীবীরা বলেন, ‘আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় এখনো বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানো হয়নি। অনতিবিলম্বে আলিফ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর আবেদন করছি। অন্যথায় আইনজীবীদের আন্দোলন চলতে থাকবে। আগরতলার বাংলাদেশ হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে; এসবের তীব্র নিন্দা জানাচ্ছি।’

আইনজীবীরা আরো বলেন, ‘আলিফ ভাইয়ের রক্তের সঙ্গে বেঈমানি করেছে। তাদের এ আদালত ভবন থেকে বিতাড়িত করবো, ইনশাআল্লাহ। এ সন্ত্রাসী উগ্রপন্থী চিন্ময়কে দায়ের হওয়া সকল মামলায় গ্রেপ্তার দেখাতে হবে। উগ্রপন্থী ইসকন সন্ত্রাসীদের এ চট্টগ্রামের মাটি থেকে চিরতরে বিচ্ছিন্ন করে দেব। এ বাংলার জমিনে ইসকন সন্ত্রাসীদের ঠাঁই হবে না। শহীদ আলিফের রক্তের আন্দোলনে অংশ নিয়ে সবাই ঐক্যবদ্ধ থাকবেন।’

তারা বলেন, ‘ইসকন নেতা চিন্ময় দাসকে যতদিন পর্যন্ত আলিফ হত্যায় মামলায় গ্রেপ্তার দেখানো হবে না আইনজীবীদের আন্দোলন ততদিন চলবে। স্পষ্ট করে বলতে চাই—  চিন্ময় দাসের পক্ষে কেউ যদি ওকালতনামা দাখিল করে সাথে সাথে তাকে আদালতপাড়ায় গণপিটুনি দিতে হবে। বার কাউন্সিলর থেকে সনদ বাতিল করতে হবে।’

চিন্ময়ের পক্ষে ছিলেন না আইনজীবী, শুনানি ২ জানুয়ারি

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিতে তাঁর পক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী। ফলে, রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাইফুল ইসলাম আগামী ২ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন। আজ (মঙ্গলবার) আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়নি।

বিষয়টি সিভয়েস২৪’কে নিশ্চিত করে সংশ্লিষ্ট আদালতের নাজির নেছার আহমদ সিভয়েস২৪’কে বলেন, ‘আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ জামিন পেছানোর আবেদন করে। সেই আবেদনের প্রেক্ষিতে আদালত শুনানি পিছিয়েছেন। আগামী ২ জানুয়ারি এই মিছকেইস মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।’

গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনে প্রবেশপথের বিপরীতে রঙ্গম সিনেমা হল গলিতে আইনজীবীকে সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। সম্প্রতি, চিন্ময়কাণ্ডে আদালত প্রাঙ্গণের অদূরে আইনজীবী আলিফ খুন এবং পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুরের অভিযোগে পৃথক দুটি মামলা করেন তাঁর বাবা এবং ভাই। বাবার করা হত্যা মামলায় ৩১ জনকে আসামি করা হলেও ভাইয়ের করা মামলায় এজাহারনামীয় আসামি করা হয় ১১৬ জনকে। সেই মামলায় চিন্ময় কৃষ্ণের আইনজীবী শুভাশিস শর্মাও ৩৩ নম্বর আসামি। এছাড়া তাঁর অনুসারী আরও ৫০ জনের অধিক আইনজীবীকেও আসামি করা হয়েছে। মামলায় আসামি হওয়ায় এসব আইনজীবীর অনেকেই এখন গ্রেপ্তার আতঙ্কে আছেন। অনেকে তাদের ওপর হামলার আশঙ্কাও করছেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: