Cvoice24.com

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে বদলি, আসছেন কমান্ডার ইখতিয়ার

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৫, ৩ ডিসেম্বর ২০২৪
চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে বদলি, আসছেন কমান্ডার ইখতিয়ার

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমীকে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী।

সোমবার (২ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণ-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

প্রজ্ঞাপনে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমীকে বদলি করে নৌবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়।

এর আগে, গত বছরের ১২ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নৌবাহিনীর কমান্ডার লতিফুল হক কাজমী চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা পদে নিয়োগ পান।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: