Cvoice24.com

৮ ঘণ্টা পর উড়ে এলো চট্টগ্রামে
চট্টগ্রামগামী বিমান পাকিস্তানে নেমেছিল যে কারণে...

নিউজ ডেস্ক, সিভয়েস২৪

প্রকাশিত: ১৬:৩৩, ৪ ডিসেম্বর ২০২৪
চট্টগ্রামগামী বিমান পাকিস্তানে নেমেছিল যে কারণে...

জরুরি অবতরণের প্রায় ৮ ঘণ্টা পর জেদ্দা থেকে ফেরা ফ্লাইটটি পাকিস্তান থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছেছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে বিমান বাংলাদেশের ফ্লাইটটি চট্টগ্রাম পৌঁছে।

এর আগে ফারজানা নামে এক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ভোর ৫টা ১৬ মিনিটে বিমানটি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল্লাজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১১টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় ২টা ৩৫ মিনিট) ছেড়ে আসা বিজি-১৩৬ ফ্লাইটটি সকাল ৯টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভয়েস২৪/

আরও পড়ুন


 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: