চান্দগাঁও থেকে অপহৃত কিশোর বাঁশখালীতে উদ্ধার, গ্রেপ্তার ১
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থেকে অপহৃত ১৭ বছরের এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে বাঁশখালীর রহমানিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই যুবক হলেন মিনহাজ মাঈন উদ্দিন (২২)। তিনি কক্সবাজারের চকরিয়ার বরইতলী এলাকার বাসিন্দা।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, চান্দগাঁও থানার অপহরণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং অপহৃত শিশুটি উদ্ধার করা হয়েছে।