Cvoice24.com

কিশোর অপরাধ ঠেকাতে সামাজিক উদ্যোগের তাগিদ সিএমপি কমিশনারের

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ২২:১১, ৪ ডিসেম্বর ২০২৪
কিশোর অপরাধ ঠেকাতে সামাজিক উদ্যোগের তাগিদ সিএমপি কমিশনারের

কিশোর অপরাধীদের অভ্যাসগত অপরাধী না ভেবে তাদের সমাজের মূল স্রোতধারার সাথে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। 

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে দামপাড়া পুলিশ লাইন্সের শুটিং ক্লাবে দিনব্যাপী আয়োজিত ‘ছিন্নমূল শিশু ও কিশোর অপরাধ প্রতিরোধ ও প্রতিকার’ বিষয়ক সেমিনারে তিনি এ বিষয়ে সকলকে কাজ করার আহ্বান জানান।

সেমিনারে সিএমপি কমিশনারের সভাপতিত্বে সেমিনারে আরও অংশ নেন চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক নাজিবুল ইসলাম, ইউনিসেফ চট্টগ্রাম বিভাগীয় প্রধান মাধুরী ব্যানার্জী, সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

ইউনিসেফ চট্টগ্রাম বিভাগীয় প্রধান মাধুরী ব্যানার্জী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে অনেক সময় শিশু-কিশোরদের তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেয়।

তিনি অভিভাবকদের এ ধরণের কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানান। অন্যথায় ছিন্নমূল শিশু কিশোররা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

অন্য বক্তারাও ছিন্নমূল শিশুদের পুনর্বাসন ও কিশোর অপরাধ দমনে তাদের মূল্যবান মতামত দেন। যা ছিন্নমূল শিশু-কিশোরদের অপরাধ প্রতিরোধে সহায়ক হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: