Cvoice24.com

পুলিশের পোশাক দেখে এখনো ভয় লাগে : চট্টগ্রামে সারজিস আলম

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৪, ৭ ডিসেম্বর ২০২৪
পুলিশের পোশাক দেখে এখনো ভয় লাগে : চট্টগ্রামে সারজিস আলম

চট্টগ্রাম নগরের পিটিআই মিলনায়তনে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ অনুষ্ঠানে সমন্বয়ক সারজিস আলম। ছবি : সিভয়েস২৪’ লাইভ থেকে সংগৃহীত

জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত গণহত্যায় বাংলাদেশ পুলিশের কর্মকাণ্ডের কারণে পুলিশের পোশাক দেখে এখনো ভীতির সৃষ্টি হয় বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। 

শনিবার (৭ ডিসেম্বর) সকালে নগরের চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ইনস্টিটিউটে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা কার্যক্রম ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ নামে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। 

এ সময় পুলিশকে উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, ‘এই খুনি বাংলাদেশ পুলিশের মতো প্রতিষ্ঠানকে পশুর মতো ব্যবহার করে বাংলাদেশের মানুষকে নরপশুর মতো খুন করেছে। আপনাদের পোশাক দেখে এখনো আমাদের ভীতির সৃষ্টি হয়। এখনো আমাদের মনে ঘৃণার সৃষ্টি হয় এবং এটার জন্য কেবল খুনি হাসিনা দায়ী এবং আপনাদের ব্যক্তিত্ব দায়ী। আপনারা ক্ষমতার লোভে, পদের লোভে ওই পোশাকটিকে ধারণ করে অপব্যবহার করে সারা বাংলাদেশে নানারকম কুকর্মে সহযোগিতা করেছেন।’

সারজিস আরও বলেন, ‘সেনাবাহিনী যদি চাইতো ৫ আগস্ট ১০ হাজার মানুষকে খুন করে হাসিনাকে মসনদে বসিয়ে রাখতে পারতো। কিন্তু তারা সেটা করেনি। তারা তাদের প্রতিষ্ঠানের সম্মানের কথা চিন্তা করেছেন।’

আর্থিক সহায়তা কখনো পরিবারের অভাব পূরণ করতে পারবে না উল্লেখ করে সারজিস বলেন, ‘ছেলে হারানো মা-বাবা, বাবা হারানো সন্তান, স্বামী হারানো স্ত্রীসহ অসংখ্য মানুষের দিনের পর দিন কান্না দেখতে দেখতে আমরা মেন্টালি ট্রমাটাইজড।’

তিনি আরও বলেন, ‘নতুন বাংলাদেশে এখনো সেই খুনিদের নাম উচ্চারিত হয়। নানাভাবে সাফাই ঘাওয়া হয়। ওদের রাজনৈতিক অধিকার নিয়ে কথা বলা হয়। খুনিরা হচ্ছে একেকজন প্যাথলজিক্যাল কিলার। ওই কিলার গোপালগঞ্জের শেখ পরিবার থেকে উঠে এসেছে। এই খুনি বিগত ১৬ বছরে বাংলাদেশের মানুষকে নানাভাবে খুন করেছে। কিন্তু তারা মিডিয়াসহ পুরো বাংলাদেশকে জিম্মি করে রাখায় এগুলো সামনে আসেনি এতোদিন।’

উল্লেখ্য, ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ উদ্যোগে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ শিরোনামে এ সহায়তা কার্যক্রমের আওতায় চট্টগ্রাম বিভাগের ১৫২ পরিবারের মধ্যে ১০৫ পরিবারকে ৫ লাখ টাকা করে চেক হস্তান্তর করা হয়। বাকি পরিবারগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া শেষে চেক পৌঁছে দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়কসহ আরও অনেকে।

সিভয়েস২৪/

সর্বশেষ

পাঠকপ্রিয়

: