Cvoice24.com

কর্ণফুলীতে দুই হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৫, ১০ জানুয়ারি ২০২৫
কর্ণফুলীতে দুই হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় দুই হাজার পিস ইয়াবাসহ মো. বেলাল উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মইজ্যারটেক মোড়স্থ চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের তথ্যটি নিশিত করেছেন কর্ণফুলী থানা উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান।

তিনি বলেন, ‘কর্ণফুলী থানার মইজ্যারটেক মোড়স্থ চেকপোস্ট থেকে তল্লাশি চালিয়ে একজনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার কাছে তল্লাশি চাল্লিয়ে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়

: