Cvoice24.com

শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক সভা
ফ্যাসিবাদের দোসরদের কারণে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ব্যাহত হচ্ছে

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২, ১০ জানুয়ারি ২০২৫
ফ্যাসিবাদের দোসরদের কারণে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ব্যাহত হচ্ছে

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর মাসিক থানার দায়িত্বশীল সভা এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে জামাল খান কার্যালয়ে শুক্রবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। 

এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি নাজির হোসেন, মকবুল আহম্মেদ ভূঁইয়া,সাধারণ সম্পাদক,আবু তালেব চৌধুরী,সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাবউল্লাহ ও অধ্যক্ষ এম আসাদ, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, অর্থ সম্পাদক নুরুন্নবী, অফিস সম্পাদক স ম শামীম, প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ।

সভায় চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, ‘ছাত্র- শ্রমিক জনতা ও জনগণের বিশাল ত্যাগ-কুরবানির বিনিময়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু এখনও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ফ্যাসিবাদের দোসররা বসে আছে। তারা এখনও বিদ্যমান থাকায় শ্রম অসন্তোষ বাড়ছে।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদের দোসরদের কারণে বিভিন্ন শ্রমিক সেক্টরে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ব্যাহত হচ্ছে। অবিলম্বে এ সকল ষড়যন্ত্রকারী ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ করে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক কর্মকর্তাদের পদোন্নতি দিতে হবে। দক্ষতা ও সততার ভিত্তিতে শূন্যপদে নিয়োগ সম্পন্ন করতে হবে। শ্রমিকদের সকল ন্যায্য দাবি দাওয়া মেনে নিতে হবে।’
 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: