Cvoice24.com

আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নতুন কমিটি

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ২০:৪১, ১০ জানুয়ারি ২০২৫
আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নতুন কমিটি

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্র পরিচালনায় নতুন কমিটি গঠন করা হয়েছে। আগের কমিটির সদস্যরা পদত্যাগ করায় সংগঠনটিতে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় বিশেষ সভা আয়োজন করেন সাধারণ সদস্যরা। সভায় প্রকৌশলী মনজারে খোরশেদ আলমকে চেয়ারম্যান করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল চারটায় নগরের লালখান বাজারস্থ আইইবির চট্টগ্রাম কেন্দ্রের সেমিনার হলে প্রকৌশলী মমিনুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার আঞ্চলিক সম্পাদক ও সিডিএর বোর্ড সদস্য জাহিদুল করিম কচি।

সভায় আইইবি‌ চট্টগ্রাম কেন্দ্রের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার বিষয়ে প্রকৌশলীরা তাদের মতামত ব্যক্ত করেন এবং চট্টগ্রাম কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে চেয়ারম্যান হিসেবে প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান (একাডেমিক এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান (এডমিন, প্রফেশনাল এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম এবং সম্মানী সম্পাদক হিসেবে প্রকৌশলী খান আমিনুর রহমানকে মনোনীত করা হয়। 

এছাড়া কেন্দ্রের সদস্যদের মধ্যে থেকে ৫ জন সেন্ট্রাল কাউন্সিল মেম্বার, ৩০ জন লোকাল কাউন্সিল মেম্বার, ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের নির্বাহী কমিটি এবং এক্সিকিউটিভ মেম্বার মনোনয়ন প্রদান করা হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: