Cvoice24.com

বৈষম্যবিরোধী আন্দোলনের পথসভা ও লিফলেট বিতরণ
‘জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে ষড়যন্ত্র হচ্ছে’

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১১, ১১ জানুয়ারি ২০২৫
‘জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে ষড়যন্ত্র হচ্ছে’

জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে চট্টগ্রামে পথসভা, জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (১১ জানুয়ারি) বিকেল তিনটায় নগরের বিপ্লব উদ্যানে পথসভা করে লিফলেট বিতরণ ও জনসংযোগ শুরু করেন তারা। পথসভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং সমন্বয়ক রাসেল আহমেদ।

পথসভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, আমরা কোনো মেসেজ দিতে আসিনি আমরা মেসেজ নিতে এসেছি তারা আগামীর বাংলাদেশ দেখতে চান? আগামীর বাংলাদেশ নিয়ে তাদের স্বপ্ন কি? কি কি পরিবর্তন দেখতে চাচ্ছেন তা জানতে চাই। আমরা একটা প্রস্তাবনা নিয়ে এসেছি, জুলাইয়ের ঘোষণাপত্রে কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি এবং মানুষের সমর্থন চাচ্ছি।

তিনি আরো বলেন, জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য আমরা সরকারকে আল্টিমেটাম দিয়েছি আশা করি সরকার ১৫ জানুয়ারির মধ্যেই জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করবে। জুলাই ঘোষণাপত্র বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার ক্ষেত্রে আগ্রগামী ভূমিকা রাখবে। দেশি বিদেশি অনেক শক্তি চায় না জুলাই ঘোষণপত্র বাস্তবায়ন হোক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করতে অনেকেই বাধা দিচ্ছে অনেকেই ষড়যন্ত্র করছে। আমরা কোন ষড়যন্ত্রকে প্রশ্রয় দেবো না, সকল ষড়যন্ত্র মোকাবিলা করবো ইনশাআল্লাহ।
   
২ নম্বর গেইট থেকে ষোলশহর এবং মুরাদপুর এলাকায় তারা জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়

: