বৈষম্যবিরোধী আন্দোলনের মাসউদ-রাসেলকে অবরুদ্ধ করে হামলা!
সিভয়েস২৪ প্রতিবেদক
সরাসরি দেখুন : সমন্বয়ক রাসেলের সংবাদ সম্মেলন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে দুজনের ওপর হামলার অভিযোগ ওঠেছে।
রাসেল জানিয়েছেন, শনিবার চট্টগ্রামে ‘ছাত্রলীগ নিয়ন্ত্রিত ডট গ্যাং‘ ওই হামলা চালিয়েছে। সার্বিক পরিস্থিতি ও ঘটনা নিয়ে আজ রাত ৮:৩০ মিনিটে চট্টগ্রাম প্রেসক্লাবে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। সরাসরি দেখতে সিভয়েস২৪.কম (cvoice24.com) এর ফেসবুক পেজে চোখ রাখুন।
এর আগে শনিবার (১১ জানুয়ারি) বিকেল তিনটায় নগরের বিপ্লব উদ্যানে পথসভা করে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং সমন্বয়ক রাসেল আহমেদ।