খুলশীতে হাত-পা বাঁধা চোখে-মুখে টেপ মোড়ানো লাশ
সিভয়েস২৪ প্রতিবেদক

চট্টগ্রাম নগরের খুলশীতে হাত-পা বাঁধা ও চোখে-মুখে টেপ মোড়ানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঝাউতলা সেগুন বাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, খুলশী থানাধীন ঝাউতলা সেগুন বাগান এলাকা থেকে হাত বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় ওই ব্যক্তির মুখ ও চোখে টেপ মোড়ানো ছিল। নাম-পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে।
খুলশী থানার উপপরিদর্শক মো. বেলাল খান সিভয়েস২৪’কে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর