Cvoice24.com

চট্টগ্রামে বাসদের সমাবেশ
‘ইতিহাস বিকৃত করে মাস্টারদা সূর্য সেনকে মুছে ফেলা যাবে না’

সিভয়েস২৪ ডেস্ক
১৮:৪২, ১২ জানুয়ারি ২০২৫
‘ইতিহাস বিকৃত করে মাস্টারদা সূর্য সেনকে মুছে ফেলা যাবে না’

‘১৯৩০ সালে চট্টগ্রাম মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম যুব বিদ্রোহ এদেশের জনগণের সংগ্রামের এক অনন্য  ইতিহাস। ইতিহাস বিকৃত করে মাস্টারদা সূর্যসেনকে মুছে ফেলা যাবে না।’— রবিবার ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্য সেনের ৯১তম ফাঁসি দিবসে বাসদ চট্টগ্রাম জেলা আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন বক্তারা। 

এর আগে নগরের আন্দরকিল্লায় জেএমসেন হল প্রাঙ্গণে সূর্য সেনের আবক্ষ ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে দলটি। এতে বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ আল কাদেরী জয়, সদস্য আকরাম হোসেন, আহমদ জসীম, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলা সদস্য সুপ্রীতি বড়ুয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, উম্মে হাবিবা শ্রাবণী উপস্থিত ছিলেন।