চসিকের সাবেক কাউন্সিলর ইলিয়াছ ঢাকায় গ্রেপ্তার
সিভয়েস২৪ প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) রাজধানী ঢাকার কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হালিশহর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওস) মনিরুজ্জামান। তিনি বলেন, রবিবার সন্ধ্যায় ঢাকার কলাবাগান এলাকা থেকে চসিকের সাবেক কাউন্সিলর মো. ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই এলাকায় আত্মগোপনে ছিলেন।
তিনি আরও বলেন, একটি মারামারি মামলায় মো. ইলিয়াছকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি ওই মামলার ১ নং আসামি। আজ সোমবার চসিকের সাবেক এই কাউন্সিলরকে আদালতের তোলা হবে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর