Cvoice24.com

নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মশালা
‘ফ্যাসিবাদ ফেঁপে উঠার পেছনে অপসাংবাদিকতার বিশাল দায় আছে’

সিভয়েস২৪ ডেস্ক
১৯:১৪, ১৬ জানুয়ারি ২০২৫
‘ফ্যাসিবাদ ফেঁপে উঠার পেছনে অপসাংবাদিকতার বিশাল দায় আছে’

বিগত ১৬ বছর ফ্যাসিবাদের ফুলে ফেঁপে উঠার পেছনে অপসাংবাদিকতার বিশাল দায় আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর উপদেষ্টা আ জ ম ওবায়েদউল্লাহ।

তিনি বলেন, ‘জনকল্যাণমূলক কাজ, সৃজনশীলতা ও ইতিবাচক রাজনীতির প্রসারে প্রচারকর্মীদের রয়েছে বিশাল দায়িত্ব। সেই দায়িত্ব যথাযথভাবে পালিত হলে সমাজ ও রাষ্ট্র ভালো থাকে।  প্রচারকর্মীরা যখন চাটুকারিতা ও তথ্যসন্ত্রাসে লিপ্ত হয়, তখন নানান বিপর্যয় নেমে আসে।’

শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর আয়োজিত প্রচার দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সাহিত্যিক আ জ ম ওবায়েদউল্লাহ একথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সহসম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে ও সহকারী প্রচার সম্পাদক আবদুর রহীম মানিকের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের মহানগর উপদেষ্টা মুরশেদুল ইসলাম চৌধুরী। 

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের মহানগর সহসভাপতি মকবুল আহম্মেদ ভূঁইয়া, সহসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাবউল্লাহ ও অধ্যক্ষ এম আসাদ, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, অর্থ সম্পাদক নুরুন্নবী, প্রচার সম্পাদক আবু সুফিয়ান, অফিস সম্পাদক শ ম শামীম, প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, ট্রেড ইউনিয়ন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।