সৈয়দ বেলায়েত খানের জানাজা রবিবার
সিভয়েস২৪ ডেস্ক

হজরত আমানত শাহ (রহ.) দরগাহ শরিফের সাজ্জাদানশীন মোতোয়াল্লি, শাহ আমানত (র.) ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ বেলায়েত উল্লাহ খানের প্রথম জানাজা আগামী রবিবার (১৯ জানুয়ারি) বাদ আসর চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
এরপর বাদে এশা হজরত শাহ সুফি আমানত খান (রহ) দরগাহ শরিফে ২য় জানাজা শেষে বাবাজান কেবলার রওজা মোবারকের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এর আগে ৯ জানুয়ারি রাত পৌনে নয়টার দিকে বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহ আমানত (রহ.) ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ বেলায়েত উল্লাহ খান ইন্তেকাল করেন (ইন্না.. রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
তাঁর পরিবার জানিয়েছে, মেয়েকে দেখতে গত অক্টোবরে যুক্তরাষ্ট্র যান তিনি। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর