চিন্ময়ের জামিন শুনানি হয়নি সোমবার
সিভয়েস২৪ প্রতিবেদক

উচ্চ আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন চেয়েছেন তাঁর আইনজীবীরা। আজ আবেদনের ওপর শুনানির কথা থাকলেও মামলাটি আদালতের কার্যতালিকায় না থাকায় তা হয়নি।
সোমবার (২০ জানুয়ারি) সকালে সিভয়েস২৪’কে এ তথ্য জানান চিন্ময়ের আইনজীবী এবং বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়।
তিনি বলেন, ‘আজ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর জামিন শুনানি হাইকোর্টে কজ লিস্টে (কার্যতালিকা) সিরিয়াল অনেক পেছানো ছিল। গত সপ্তাহে বিজ্ঞ আদালতকে ম্যানশন করা হয়েছিল। তিনি বলেছিলেন এ সপ্তাহে ম্যানশন করতে। সেই ধারাবাহিকতায় আমিসহ অনেক সিনিয়র আইনজীবী উচ্চ আদালতে উপস্থিত হয়ে ম্যানশনের চেষ্টা করেছিলাম। কিন্তু বিজ্ঞ আদালত বলেছেন, যেহেতু এটা সেনসিটিভ মামলা- নিয়ম অনুযায়ী যেভাবে সিরিয়ালে আসে সেদিনই শুনানি হবে।’
তিনি বলেন, ‘তারপরও আমরা চেষ্টা করবো আগামী সপ্তাহে কজ লিস্টে না আসলে আরেকবার বিজ্ঞ আদালতকে ম্যানশন করার জন্য। আজকে জামিন শুনানি হচ্ছে না। আমরা ইশ্বরের কাছে প্রার্থনা করবো বিজ্ঞ আদালতে দ্রুতই জামিন শুনানি হবে এবং তিনি মুক্তি পাবেন। এবং আমরা ন্যায়বিচার পাবো। সবার কাছে প্রভুর জন্য দোয়া চাই।’
আজ (সোমবার) দুপুরে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় ২৪৯ নম্বর ক্রমিকে রয়েছে চিন্ময়ের মামলাটি।
গত ২ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত চিন্ময়ের জামিন আবেদন খারিজের আদেশ দেন। পরে ১২ জানুয়ারি হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে আবেদন করেন তিনি। আবেদনটি বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের রবিবার (১৯ জানুয়ারি) কার্যতালিকায় ৩০৬ নম্বর ক্রমিকে ওঠে। চলতি সপ্তাহে এটির শুনানি হওয়ার কথা।
গত বছরের ২৫ নভেম্বর নগরের কোতোয়ালী থানার রাষ্ট্রদ্রোহের মামলায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন তিনি। পরদিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের আদালত।
সেদিনই চিন্ময় দাসের আইনজীবীরা ওই আদেশের বিরুদ্ধে রিভিশন চেয়ে আবার জামিন আবেদন করেছিলেন। তবে তার জামিন ঘিরে সংঘর্ষে জড়ান চিন্ময়ের ভক্তরা। সংঘর্ষের সময় সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ফলে সেদিন আর শুনানি হয়নি। পরবর্তীতে ৩ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেন আদালত। তবে সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় পৃথক দুটি মামলায় চিন্ময়ের আইনজীবীরা আসামি হওয়ায় শুনানিতে অংশ নেননি কেউ। আদালত শুনানি পিছিয়ে ২ জানুয়ারি দিন ধার্য করেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর