আলোচিত সাবেক উপজেলা চেয়ারম্যান জসিমের মামলা প্রত্যাহার চেয়ে মানববন্ধন
সিভয়েস২৪ প্রতিবেদক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলোচিত-সমালোচিত ব্যবসায়ী জসিম উদ্দিন আহমেদের মামলা প্রত্যাহার চেয়ে নগরে মানববন্ধন করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে চট্টগ্রামের জেলা পরিষদ ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।চন্দনাইশ উপজেলার ‘সর্বস্তরের জনগণ, মহল মার্কেট ব্যবসায়ী সমিতি, জেসিকা গ্রুপ, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা চন্দনাইশ এবং রামাদা কক্সবাজার’- এ ব্যানারে মানববন্ধনটি আয়োজন করা হয়।
এতে বক্তারা জসিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার চেয়ে বলেন, মামলাগুলো মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। আমরা মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানাই।
ঢাকার একজন ব্যবসায়ী জসিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন অভিযোগ করে বক্তারা বলেন, জসিম উদ্দিন একজন মানবিক মানুষ। তিনি একজন রেমিট্যান্সযোদ্ধা। আমরা সরকারের কাছে দাবি জানাই তাকে মিথ্যা মামলা থেকে মুক্তি দেওয়া হোক। সকল মামলা প্রত্যাহার করা হোক।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর