Cvoice24.com

এনএসআই সেজে চাঁদাবাজির অভিযোগে আটক ২

সিভয়েস২৪ প্রতিবেদক
১৯:৪৩, ২০ জানুয়ারি ২০২৫
এনএসআই সেজে চাঁদাবাজির অভিযোগে আটক ২

চট্টগ্রাম নগরের লালদীঘি এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যবহৃত ওয়াকিটকি এবং ব্যবহৃত সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে কোতোয়ালী থানা পুলিশ তাদের আটক করে। আটক দুজন হলেন, মো. জুম্মান ও মো. ফিরোজ (২০)। তারা নগরের খুলশী এলাকার বাসিন্দা।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম সিভয়েস২৪’কে বলেন, ‘গোয়েন্দা কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজি করা দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে একজন ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা করতে এসেছেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’