Cvoice24.com

সংসদে অত্যাধুনিক লাইব্রেরি স্থাপনের সুপারিশ

প্রকাশিত: ১৫:৩৪, ৭ মে ২০১৮
সংসদে অত্যাধুনিক লাইব্রেরি স্থাপনের সুপারিশ

বিশ্বের অন্যান্য আধুনিক লাইব্রেরি পরিদর্শন করে সেই আদলে জাতীয় সংসদ ভবনে একটি নতুন অত্যাধুনিক লাইব্রেরি স্থাপন করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে চলতি মে মাসের মধ্যে লাইব্রেরির যাবতীয় উন্নয়ন কাজ সম্পন্ন করার সুপারিশ করা হয়। এছাড়া ই-লাইব্রেরি বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের সুপারিশ করে কমিটি। 

সংসদ ভবনে আজ সোমবার সংসদীয় লাইব্রেরি কমিটির নবম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী  মিয়া। 

কমিটির সদস্য আব্দুল মান্নান, সাইমুম সরওয়ার কমল, এনামুল হক এবং কাজী রোজী বৈঠকে অংশগ্রহণ করেন। সংশ্লিষ্ট  কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। 

সংসদ সচিবালয় জানায়, জাতীয় সংসদের লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করায় কমিটি সন্তোষ প্রকাশ করে। বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের আমব্রেলা প্রজেক্টে অন্তর্ভুক্ত লাইব্রেরির অভ্যন্তরীণ সাজসজ্জার অগ্রগতি বিষয়েও আলোচনা করা হয়।

সিভয়েস/আরসি/এমইউ
 

90

সর্বশেষ

পাঠকপ্রিয়