Cvoice24.com

ওআইসি সম্মেলনের যৌথ ঘোষণায় আপত্তি তুলেছে পাকিস্তান

প্রকাশিত: ১৫:৫৪, ৭ মে ২০১৮
ওআইসি সম্মেলনের যৌথ ঘোষণায় আপত্তি তুলেছে পাকিস্তান

ঢাকায় সদ্য সমাপ্ত ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) ৪৫তম পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনের যৌথ ঘোষণা নিয়ে আপত্তি তুলেছে পাকিস্তান। আজ সোমবার (৭ মে) ঢাকায় পাকিস্তানের হাই কমিশন থেকে পাঠানো এক বিবৃতিতে এ আপত্তির কথা জানানো হয়েছে। 

এতে বলা হয়, যৌথ ঘোষণায় আয়োজক দেশের (বাংলাদেশ) নিজস্ব মতামত প্রতিফলিত হয়েছে। তবে পাকিস্তানের এই প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, ওআইসির ঘোষণা সর্বসম্মতিক্রমে দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের নিজস্ব মতামত নেই।

সংশ্লিষ্ট সূত্র বলছে, গত ৫ ও ৬ মে  ঢাকায় ওআইসির পররাষ্ট্র মন্ত্রীদের ৪৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শেষ দিনে আসে ৩৯ দফা যৌথ ঘোষণা। 

তবে যৌথ ঘোষণার বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে পাকিস্তান হাই কমিশন দাবি করছে, সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র সচিব তাহমিনা জানজুয়ার নেতৃত্বে পাকিস্তানের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। তবে সম্মেলন সমাপ্তির কিছুক্ষণ আগে যৌথ ঘোষণা সরবরাহ করা হয়। 

পাকিস্তানের অভিযোগ, অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে পরামর্শ না করেই এই ঘোষণাপত্র তৈরি করা হয়েছে। এছাড়া ঘোষণায় বাংলাদেশের নিজস্ব মতামতই তুলে ধরা হয়েছে। 

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ওআইসি সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর মতামত নিয়েই এই ঘোষণাপত্র তৈরি করা হয়েছে। এখানে বাংলাদেশের নিজস্ব মতামত দেওয়ার সুযোগ নেই। কোনো দেশ যদি এই ঘোষণাপত্র নিয়ে অভিযোগ করতে চায়, তাহলে তারা ওআইসির সচিবালয়ে অভিযোগ করতে পারে। তাদের সেই সুযোগ রয়েছে।

সিভয়েস/আরসি/এমইউ
 

90

সর্বশেষ

পাঠকপ্রিয়