Cvoice24.com

ওমরাহ ভিসা নিবন্ধনে নতুন নিয়ম

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৩:২১, ৪ ডিসেম্বর ২০২২
ওমরাহ ভিসা নিবন্ধনে নতুন নিয়ম

ছবি-সংগৃহীত

বাংলাদেশসহ পাঁচটি দেশের জন্য ওমরাহর ভিসা নিবন্ধনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করার ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় । অনলাইনে ওমরাহর ভিসার জন্য এসব দেশ থেকে আসা ব্যক্তিদের আঙুলের ছাপ যুক্ত করতে হবে বলে জানানো হয়েছে। এই পাঁচ দেশ হলো—বাংলাদেশ, যুক্তরাজ্য, তিউনিশিয়া, কুয়েত ও মালয়েশিয়া।

সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে শনিবার (৩ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে। হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলছে, এ নিয়ম চালু করার লক্ষ্য হলো—সৌদি আরবের বন্দরগুলোর মাধ্যমে যারা ওমরাহ পালন করতে আসছেন, তাদের সফরকে সহজ করা। এ ছাড়া হজযাত্রীদের ডিজিটাল সুবিধা বাড়াতেও এ নিয়ম চালু করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, যারা ওমরাহর ভিসা নিবন্ধনের জন্য আঙুলের ছাপ দিতে চান, তাদের অবশ্যই (সৌদি ভিসা বায়ো) আবেদন ফরম ডাউনলোড করতে হবে, এরপর ভিসার ধরন বেছে নিতে হবে। এরপর পরিচয় যাচাই করার জন্য পাসপোর্ট স্ক্যানে চাপ দিতে হবে। এরপর সামনের ক্যামেরা দিয়ে মুখমণ্ডলের সম্পূর্ণ ছবি তুলতে হবে। ছবিটি পাসপোর্টে থাকা নিজের ছবির সঙ্গে মিলতে হবে। এরপর ক্যামেরার মাধ্যমে ১০টি আঙুলের ছাপ দিতে হবে।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়