Cvoice24.com

৫.২ মাত্রার মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে চট্টগ্রামও

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১০:২০, ৫ ডিসেম্বর ২০২২
৫.২ মাত্রার মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে চট্টগ্রামও

চট্টগ্রামসহ দেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ২ মিনিটে রিখটার স্কেল ৫.২ মাত্রার এ মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে চট্টগ্রামও।

যদিও মৃদু এ ভূমিকম্পে এখন পর্যন্ত দেশের কোনো এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ- ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, মৃদু এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগর। এবং এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

আবহাওয়া অধিদফতরের এক কর্মকর্তা জানান, ভূমিকম্পের কেন্দ্র ছিল বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম দিকে, একেবারে ভারতের কাছাকাছি। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১। ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকা থেকে ৫২৯ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

সর্বশেষ

পাঠকপ্রিয়