Cvoice24.com

লকডাউন বাড়লো ১৬ মে পর্যন্ত

সিভয়েস ঢাকা

প্রকাশিত: ১৩:৫৫, ৩ মে ২০২১
লকডাউন বাড়লো ১৬ মে পর্যন্ত

ফাইল ছবি

করোনা পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় চলমান লকডাউন ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময় বন্ধ থাকবে লঞ্চ ও ট্রেন। চলবে না দূরপাল্লার কোনো বাস। শুধু জেলা ও মহানগরের ভেতরে বাস চলবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে সোমবার (৩ মে) দুপুরে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। 

সচিব আনোয়ারুল ইসলাম বলেন, ‘মাস্ক না পরলে কঠোর শাস্তিতে যাচ্ছে সরকার। প্রতিটি শপিংমলে পুলিশ যাবে, স্বাস্থ্যবিধি না মানলে মার্কেট বন্ধ করে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সচিব বলেন, ‘বর্তমানে বিধিনিষেধ যেভাবে আছে সেগুলো বলবৎ থাকবে। তবে ৬ মে থেকে শহরের ভেতরে বাস বা গণপরিবহন চলাচল করতে পারবে। কিন্তু দূরপাল্লার বাস আগের মতোই বন্ধ থাকবে। সেই সঙ্গে বন্ধ থাকবে লঞ্চ ও ট্রেন।’

দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে গত ১৪ এপ্রিল এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন দেয় সরকার। এরপর এক সপ্তাহ করে বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়। বর্তমানে তৃতীয় সপ্তাহ চলছে। আগামী বুধবার (৫ মে) চলমান বিধিনিষেধ শেষ হওয়ার কথা ছিল।

সর্বশেষ

পাঠকপ্রিয়