Cvoice24.com

ঈদেও চলবে না দূরপাল্লার বাস

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৬, ৩ মে ২০২১
ঈদেও চলবে না দূরপাল্লার বাস

করোনাভাইরাসের সংক্রমণ কমে না আসায় ঈদেও মিলছে না দূরপাল্লার বাস চলাচলের অনুমতি। তবে ৬ মে থেকে জেলার অভ্যান্তরীণ রুটে শুরু হবে গণপরিবহন চলাচল।  

সোমবার (৩ মে) মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সংবাদ ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, আগামী ৬ মে থেকে জেলার অভ্যান্তরীণ রুটে গণপরিবহন চলাচল করবে। তবে এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না।

এদিকে আগামী ১৬ মার্চ চলমান লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে গত ৫ এপ্রিল থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ১৪ এপ্রিল থেকে একই বিধিনিষেধ অব্যাহত রাখা হয়। যা পরবর্তীতে ২১ এপ্রিল এবং এর পর ২৮ এপ্রিল সেখান থেকে ৫ মে। এবার ৬ মে থেকে আরো দশ দিন বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হচ্ছে। যদিও এরমধ্যে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট- শপিং মল চালু রাখার অনুমতি দিয়েছে সরকার।

সর্বশেষ

পাঠকপ্রিয়