Cvoice24.com
corona-awareness

শুক্রবার ঈদ

সিভয়েস, ঢাকা

প্রকাশিত: ১৯:৫৪, ১২ মে ২০২১
শুক্রবার ঈদ

দেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি। তাই আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। 

বুধবার (১২ মে) বাদ মাগরিব বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন।

সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এ ছাড়া সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কমিটি সভায় ১৪৪২ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে। সারাদেশ থেকে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার পর সাংবাদিকদের সামনে ঈদুল ফিতর চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার নয়, আগামী শুক্রবারই ঈদুল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা করা হয়। 

একমাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়