Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৫:০৪, ১৯ অক্টোবর ২০২১
হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ফাইল ছবি

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ ও বাড়িঘরে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই নির্দেশনার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করে যারা এ সব ঘটনার সূত্রপাত করল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের প্রতি এ সব ইস্যুতে মতবিনিময় করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।’

তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিয়মিত কথা বলছেন। তাকে বলে দেওয়া হয়েছে এ ব্যাপারে স্ট্যান অ্যাকশন নেওয়ার জন্য। যারা যারা এর সঙ্গে জড়িত আছে, তাদের অবশ্যই ধরতে হবে। পাশাপাশি জনগণকে এটা পরিষ্কার করতে হবে যে, রিপার্কেশন করা যাবে না, রি-অ্যাক্ট করা যাবে না। কেউ যদি কোরআন অবমাননা করে, কোরআন আমাকে পার্মিশন দেয়নি অন্য ধর্মের কোনো কিছু ভাঙার। সেটা আরও বড় অপরাধ হবে। এটা সবাইকে খেয়াল রাখতে হবে।’

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘কেউ যদি আমার ধর্মের অবমাননা করে, তাহলে আমি প্রতিবাদ করতে পারি, সরকারের কাছে দাবি জানাতে পারি। কিন্তু তার ওখানে গিয়ে ধংসাত্মক কার্যক্রম করব, ইসলামে এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং এটা ফিতনা।’

সর্বশেষ

পাঠকপ্রিয়