Cvoice24.com

টিকা পায়নি চট্টগ্রামের ৭৭ শতাংশ এইচএসসি পরীক্ষার্থী

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৭, ১ ডিসেম্বর ২০২১
টিকা পায়নি চট্টগ্রামের ৭৭ শতাংশ এইচএসসি পরীক্ষার্থী

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদানের প্রথম দিন। ছবি: সিভয়েস

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। অথচ এখনো টিকার আওতায় আসেনি চট্টগ্রামের ৭৭ শতাংশ পরীক্ষার্থী। প্রায় ৭৫ হাজার পরীক্ষার্থীর মধ্য থেকে টিকা পেয়েছে মাত্র ১৭ হাজার পরীক্ষার্থী। 

সংশ্লিষ্টরা বলছেন, ফাইজারের টিকা সংরক্ষণ অসুবিধার কারণে বাড়ানো যায়নি কেন্দ্রের সংখ্যা। তার সঙ্গে যোগ হয়েছে সময় স্বল্পতা ও লোকবলের অভাব। যদিও মন্ত্রণালয়ের নির্দেশনার দুদিনের মাথায় ১৬ নভেম্বর থেকে অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু করে তারা। চট্টগ্রামের ৫টি কেন্দ্রে ২৫ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রমে প্রায় ১৭ হাজার পরীক্ষার্থীকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়। 

জানা গেছে, কলেজের ১৪ হাজার ৭২৪ জন, দেড় হাজার আলিম পরীক্ষার্থী এবং এ লেভেলের পরীক্ষার্থী ৪৫০ জন। সব মিলিয়ে মোট ১৬ হাজার ৬৭৪ জন এইচএসসি পরীক্ষার্থী পেয়েছেন করোনার টিকা। 

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম জিয়াউল হায়দার হেনরি সিভয়েসকে বলেন, ‘সময় স্বল্পতার কারণে সব পরীক্ষার্থীকে টিকার আওতায় আনা যায়নি। আমরা প্রায় ১৭ হাজার পরীক্ষার্থীকে প্রথম ডোজ টিকা দিতে পেরেছি। পরীক্ষার্থী ছিল ৭৪ হাজার ৮৭৪ জন। তাৎক্ষণিকভাবে আমাদের যে সাপোর্ট ছিল তা দিয়ে আমরা এইটুকু কাভার করতে চেষ্টা করেছি। বাকিগুলো পরীক্ষার পরে দেওয়া হবে। কারণ এই মূহুর্তে দিলে কোনো স্টুডেন্ট যদি অসুস্থ হয়ে যায় তাহলে পরীক্ষায় এর প্রভাব পড়বে। এ কারণে আমরা ২৫ তারিখের মধ্যে ৫টি কেন্দ্রে এ কার্যক্রম যতটুকু পেরেছি করেছি।'

এতো সংখ্যক পরীক্ষার্থী টিকার আওতায় না আসার কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের টিকা কার্যক্রম শুরুর আগে অনেক পরীক্ষার্থী সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে টিকা নিয়েছেন। তাই এটাও হতে পারে যে অনেক এইচএসসি পরীক্ষার্থী নিজেরাই রেজিষ্ট্রেশন করে টিকাকেন্দ্রে গিয়ে টিকা নিয়েছেন। তবে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের অনেক স্বল্পতার মাঝেও কার্যক্রম চালিয়ে নিয়েছি।’

আবার কবে নাগাদ টিকা কার্যক্রম শুরু হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা কর্তৃপক্ষ আমাদের লিখিত জানালে আমরা আবার শুরু করবো।’

-সিভয়েস/এসআর/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়