Cvoice24.com

শাবিপ্রবিতে অনশনরত ২৩ শিক্ষার্থীর মধ্যে ১৬ জন হাসপাতালে

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৫:৩১, ২২ জানুয়ারি ২০২২
শাবিপ্রবিতে অনশনরত ২৩ শিক্ষার্থীর মধ্যে ১৬ জন হাসপাতালে

শাবিপ্রবিতে অনশনরত ২৩ শিক্ষার্থীর মধ্যে ১৬ জনই মেডিকেল ভর্তি হয়েছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত ২৩ শিক্ষার্থীর মধ্যে ১৬ জনই মেডিকেল ভর্তি হয়েছেন।

শনিবার (২২ জানুয়ারি) দুপুর দেড়টা এপর্যন্ত ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এরমধ্যে ৯ জন মেয়ে ও ৭ জন ছেলে। ১৬ জনের মধ্যে ১৩ জন এম এ জি ওসমানী মেডিকেল, ২ জন মাউন্ড ও ১ জন রাগিব বারেয়াতে ভর্তি।

চিকিৎসক মো. মোস্তাকিম বলেন, এখানে সাতজন শিক্ষার্থী অনশনরত অবস্থায় আছে। যারা গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন তাদের মেডিকেলে পাঠানো হয়েছে। আমরা ১৫ জন চিকিৎসক সার্বক্ষণিক তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছি।

এর আগে বুধবার (১৯ জানুয়ারি) দুপুর তিনটা থেকে এক দফা দাবিতে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। এতে অংশ নেন ২৪ জন শিক্ষার্থী। অনশনরত ২৪ জন শিক্ষার্থীর মধ্যে বৃহস্পতিবার দুপুরে একজন পারিবারিক সমস্যার কারণে বাড়িতে চলে যান।

সর্বশেষ

পাঠকপ্রিয়