Cvoice24.com

কোরবানির গরু ‘বিগবস’ কিনলে মোটরসাইকেল ফ্রি!

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৭:৫১, ২২ জুন ২০২২
কোরবানির গরু ‘বিগবস’ কিনলে মোটরসাইকেল ফ্রি!

‘বিগবস’ নাম তার। নাম যেমন দেখতেও তেমন। ১০ ফুট লম্বা, ৫ ফুট ৬ ইঞ্চি বুকের ঘের গরুটির রোজ খাবারে চাই দামী ফলমূল ওজনে ১৫০০ কেজি। দাম হাঁকা হয়েছে ৩৫ লাখ টাকা। শুধু তাই নয়, গরুর ক্রেতাকে ঈদ উপহার হিসেবে পালসার মোটরসাইকেল উপহার দেবেন গরুর মালিক। 

উত্তরবঙ্গের সেরা কোরবানির গরু ‘বিগবস’ বলে দাবী গরুর মলিক আফিল উদ্দিনের। সে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া তালতলা গ্রামের বাসিন্দা। ৫ বছর ধরে অতি যত্নে লালন করে আসছেন গরুটিকে।

আফিল উদ্দিন বলেন, আমি কোনো খামারি বা ব্যবসায়ী নই। শখের বশেই আমি গরু পালি। এই এলএলসি (ভারত) জাতের গরুটি আমি এক বছর বয়সের সময় বাজার থেকে ক্রয় করে লালন-পালন করি। এখন তার বয়স ৬ বছর ৬ মাস। গরু মোটাতাজা করার জন্য এখন পর্যন্ত তার শরীরে কোনো ওষুধ ব্যবহার করা হয়নি। তার খাবারের তালিকায় রয়েছে খেসারির ডাল, ভুষি, ছোলাবুট, মসুর ডাল ও খুদ। রাত ১০টার পর আপেল কলা আঙ্গুর খাওয়ানো হয়। এতে প্রতিদিন গড়ে খরচ হয় প্রায় ২ হাজার ৩০০ টাকা।

তিনি আরও বলেন, এবার কোরবানির বাজারে এটি বিক্রয় করবো। আমার শখের গরুটি যে ব্যক্তি ক্রয় করবে তাকে গরুর সঙ্গে একটি পালসার মোটরসাইকেল উপহার দিবো। 

সর্বশেষ

পাঠকপ্রিয়